CONTEXT :পৃথিবীতে এমন একটি যন্ত্র আবিষ্কার হয়েছে যার মাধ্যমে মানুষ তার জীবনের কষ্ট দুঃখ সব কিছু ভুলে নতুন জীবন শুরু করতে পারবে।মানুষ যেই সময় পুরাতন জীবন থেকে নতুন জীবন শুরু করবে,ঠিক সেই সময় থেকেই নতুন জীবন শুরু হবে।এবং তাকে সেই যন্ত্র কিছু ভালো ভালো মেমোরি দিবে।যেটা দিয়ে সে ভালো করে জীবন পরিচালনা করতে পারবে। নতুন করে জীবন শুরু করার সাথে সাথে তার সকল মেমোরি বাকিরা ভুলে যাবে,যারা তাকে জানতো ও চিনতো। যে সকল memories পাবে সে , সেগুলা হবে artificial তবে ভালো।
clarification : বিষন্নতায় যারা ভুগছে তাদের বের করা সম্ভব (সসম্ভাব্য ধরে নিয়ে)